উজানের ঢল আর টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাট–বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ।
অন্যদিকে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ জেলার সকল শাখা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। একইসাথে বেড়েছে নদীভাঙন।
সিরাজুল ইসলাম/শায়লা/দীপ্ত নিউজ