উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ১৬ নদ–নদীর পানি আবারও বাড়ছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদমসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ–নদীর পানিও বেড়ে চলেছে। ধরলা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ দিকে নদ–নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫ হাজার পরিবার। অনেক বাড়ি–ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে বন্যা কবিলিত এলাকার মানুষজন। তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার উপর দিয়ে প্রবাহিত সকল নদ–নদীর পানি আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে। ফলে সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ