রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটির কোনো নড়াচড়ার আলামত পায়নি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রো জানা গেছে, শিশু সাজিদ ৮ ইঞ্চি ব্যাসের পরিত্যক্ত পাইপে পড়ে যায়। তার পাশেই বড় একটি গর্ত খুঁড়ে সুড়ঙ্গপথে শিশুটির অবস্থানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হলেও সেখানে তার অস্তিত্ব মেলেনি। শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারের আশায় এখনো অক্সিজেন সরবরাহ অব্যাহত রয়েছে।
শিশুটির অবস্থান শনাক্ত করতে বিশেষ ক্যামেরা পাইপে পাঠানো হয়। কিন্তু ৩৫ ফুট পর্যন্ত নামার পর ক্যামেরাটি আটকে যায়। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, শিশুটি হয়তো ৪০ ফুটের কাছাকাছি নিচে আটকে আছে। তবে দীর্ঘ সময় পার হওয়ায় সে এখনও বেঁচে আছে কি না—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরাও এখনো নিশ্চিত কিছু বলতে পারছেন না।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজিদ ওই এলাকার রাকিবের ছেলে। বাড়ির পাশে খেলতে খেলতেই সে অরক্ষিত ওই পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে চেষ্টা চালান, ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনে পরীক্ষামূলকভাবে স্থাপিত ওই গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল। সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।