এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাইনা। একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছেনা। আগামীর নির্বাচনের পর তারা ক্ষমতায় এলে তারা লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশালে নরসিংদী-২ পলাশ আসনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে৷ এর আগে, দুবৃত্তদের রাজনীতি আগে ধ্বংস করতে হবে৷ চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের উচিত সসম্মানে রিটায়ার্ডে যাওয়া৷
এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলছেন, নরসিংদীর পলাশে নগরায়ন ও পরিকল্পিত শিল্পায়ন ঘটানো হবে৷ মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি করা যাবে৷ এখানকার শিল্পায়নে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে৷ যারা আবারো আ.লীগ হতে চায়, আ.লীগকে যারা ফেরাতে চায়৷ আগামী ১২ তারিখ ব্যলট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতারিত করবো ।
এবারের গণভোট বাংলাদেশকে যুগ যুগ এগিয়ে নেয়ার জন্য করা হচ্ছে উল্লেখ করে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
নরসিংদীর–২ পলাশের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। পিএস পলিটিক্সের নামে পলাশে জুলুম হচ্ছে। টোলপ্লাজার নামে চাঁদাবাজি সহ ব্যবসায়িদের চাঁদাবাজি বন্ধ করা হবে।
জনসভায় শেষে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারোয়ার তুষার কে পলাশের জনগণের কাছে তুলে দিয়ে যান নাহিদ ইসলাম।