মাঠে অশালীল অঙ্গভঙ্গি করার দায়ের শাস্তি ও জরিমানা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এক ম্যাচের জন্য নিষিদ্ধের সঙ্গে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে তাকে।
আল শাবাবের বিপক্ষে আল নাসরের মধ্যকার ম্যাচটিতে অশালীন অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটি এই নিষেধাজ্ঞা দেয়।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটির শেষ বাঁশি বাজার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো বাজে অঙ্গভঙ্গির ভিডিওটি ভাইরাল হয়েছে।
প্রতিপক্ষ আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে রোনালদো ওই শারিরীক অঙ্গভঙ্গি মোটেই শোভনীয় ছিলনা।
মূলত ম্যাচের পর রোনালদো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম ধরে আল শাবাবের সমর্থকরা চিৎকার করাতে রোনালদো রাগ প্রশমন করতে পারেননি।
কমিটি জানিয়েছে, পর্তুগিজ এই সুপারস্টারকে নিষেধাজ্ঞার পাশাপাশি সৌদি ফুটবল ফেডারেশনকে ১০ হাজার সৌদি নিয়াল ও আল শাবাবকে ২০ হাজার রিয়াল জরিমানা হিসেবে দিতে হবে।
কমিটি আরও জানিয়েছে, এ সিদ্ধান্তে আপিলের কোন সুযোগ নেই। ২০২৩ সালের এপ্রিলে ৩৯ বছর বয়সী রোনালদো আল হিলালের বিপক্ষে লিগে ২–০ গোলের পরাজয়ের ম্যাচের পরে ডাগ আউটে ফেরার সময় রোনালদো প্রায় একই ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন।
২০২২ সালের ডিসেম্বরে রিয়াদ ভিত্তিক ক্লাব আল নাসরে পাড়ি জমান রোনালদো। এ পর্যন্ত সৌদি পেশাদার লিগে সর্বোচ্চ ২২ গোল করেছেন। আল শাবাবের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টিতে তিনি প্রথম গোলটি করেছিলেন। মুহূর্তে লিগের শীর্ষ দল আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে আল নাসর। এই টুনামের্ন্টের আল নাসর কখনই শিরোপা জিতেনি।
এজে / আল/ দীপ্ত সংবাদ