২৭ সেপ্টেম্বর, ১০ বছরে পা দিল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের বিশেষ দিন ঘিরে আবারও এক ফ্রেমে ধরা দিল শাকিব–অপু।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সামাজিক মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় বেশ কিছু ছবি।
আব্রাহাম খান জয়‘র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার হওয়া ৪টি ছবিতে ধরা পড়েছে অপু–শাকিবের পারিবারিক মুহূর্ত।
ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়। সামনে রাখা জন্মদিনের কেক, পাশে মা অপু বিশ্বাস। আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জয়ের ফুপু, দাদা, দাদী ও কাজিন।
ছবি ক্যাপশনে লিখা, ‘ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।’
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান জয়।
এসএ