একজন গ্রাহক নিজ নামে ১০টির বেশি সিম সংগ্রহ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত ৩০ জুন বিটিআরসি নিয়মিত কমিশন বৈঠকে এক নামে ১০টি সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়েছে। ১৫ আগস্ট থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। তার আগে, ১৫ জুলাই অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
বিটিআরসি তথ্যমতে, নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকদের অপশন দেওয়া হবে তারা কোন ১০টি সিম অ্যাকটিভ রাখতে চান।
বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিম ব্যবহারে নানা রকম প্রতারণা, চাঁদাবাজি, হুমকি, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন অপরাধ করছে বিভিন্ন চক্র। এসব অপরাধ ঠেকাতেই সিম কমানোর সিন্ধান্ত নিয়েছে সরকার।
সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে যুক্ত।
বিটিআরসি ২০১৭ সালে প্রথমবার একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। পরে ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতি হালনাগাদ করা হলেও সিমের সংখ্যা অপরিবর্তিত ছিলো।
বিটিআরসি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে একজন গ্রাহক নিজ নামে ১৫টি সিম রাখতে পারেন। তবে ১৫ আগস্টের পর ১০টির বেশি যাদের সিম রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।
এসএ