১৬তম এশিয়া কাপ আসরের ফাইনালে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। এক প্রকার হেসে খেলে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের অষ্টম এশিয়া শিরোপা ঘরে তুলে নিলো ভারত। শ্রীলঙ্কার দেয়া ৫১ রানের লক্ষ্য মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেট হাতে রেখে অতিক্রম করে ভারত।
আর অদ্ভুত এই ফাইনালের মাধ্যমে ভাঙা গড়া হয়েছে নানান রকম রেকর্ডের। এর মধ্যে সেরা ১০টি রেকর্ড এক নজরে দেখে নেয়া যাক–
> ওয়ানডে ইতিহাসে ভারতের বিপক্ষে যেকোনো দলের হয়ে সর্বনিম্ন (৫০) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল লংকানরা। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের নামের পাশে (৫৮ রান)।
> যেকোনো ওয়ানডে ফাইনাল ম্যাচে সবচেয়ে কম রানে (৫০) অলআউট হওয়ার রেকর্ড এখন লংকানদের। এর আগে এই রেকর্ড ছিল ভারতের নামের পাশে (৫৪ রান), ২০০০ সালের সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল এই লংকানরাই।
> ওয়ানডেতে লংকানদের এটি (৫০ রান) দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১২ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অল আউট হয়েছিল তারা। এছাড়া ওয়ানডেতে যেকোনো দলের হয়ে ৭তম সর্বনিম্ন রানের রেকর্ডও এটি।
> টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বল (১৫.২ ওভার) খেলে অলআউট হওয়ার দ্বিতীয় রেকর্ডও এটি। লজ্জার এই রেকর্ডের একে রয়েছে জিম্বাবুয়ে, ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩.৫ ওভার খেলে অলআউট হয়েছিল তারা।
> ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ একমাত্র বোলার যিনি ওয়ানডেতে এক ওভারে ৪টি উইকেট নিয়েছেন।
> নিজের করা মাত্র প্রথম ১৬ টি বলের মধ্যেই ৫ উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। যা কিনা ওয়ানডেতে বল বাই বল তথ্য রাখা শুরু করার পর যৌথভাবে দ্রুততম। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চামিন্ডা ভাস ৫ উইকেট নিয়েছিলেন ১৬ বলের মধ্যেই।
> এশিয়া কাপে ভারতের কোনো বোলারের সেরা বোলিং ফিগার (২১ রানের বিনিময়ে ৬ উইকেট) এখন মোহাম্মদ সিরাজের দখলে। এছাড়া সব ধরনের ওয়ানডে ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ সেরা এটি।
> ওয়ানডেতে কোনো টুর্নামেন্ট ফাইনালে এত বেশি বল (২৬৩) বাকি রেখে জয়ের ঘটনা এটিই প্রথম। এর আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বল বাকি রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।
> ভারতেরও ওয়ানডেতে এটি সবচেয়ে বেশি বল (২৬৩) বাকি রেখে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল কেনিয়ার বিপক্ষে ২০০১ সালে ২৩১ বল বাকি রেখে জয়ের।
> সবচেয়ে কম বল খেলে কোনো ওয়ানডে ম্যাচের ফলাফল নির্ধারনের ক্ষেত্রে এটি তৃতীয়। মাত্র ১২৯ বল খেলার মধ্যমে ফলাফল আসে এই ম্যাচে। এই রেকর্ডের এক নম্বরে রয়েছে ২০২০ সালে নেপাল বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচ (১০৪ বলে)।
ইমাম/দীপ্ত নিউজ