সার্ভার ত্রুটির কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফিরে এসেছে ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম। তবে, ইনস্টাগ্রামে প্রবেশ করতে এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টা ২৩ মিনিটে সচল হয় এই সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলো। এরআগে রাত সাড়ে ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগ–আউট এবং সেশন আউট হয়ে যায়।
অনেকেই নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় পড়েন।
পরে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘চিল, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
তবে, এ সমস্যা কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যা দেখা গেছে বলে ব্যবহারকারীদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
কিন্তু ঠিক কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা ফেসবুকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এসএ/দীপ্ত সংবাদ