শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে পদ্মা ব্যাংক।
সোমবার (১৮ মার্চ) মাতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক দুটি।
ফার্মার্স থেকে পদ্মা; নাম বদলেও শেষ রক্ষা হলো না ২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকটির। ৬০ শতাংশ খেলাপি ঋণের দায় টানতে গিয়ে দুর্বল ব্যাংকের তালিকায় পড়া পদ্মা এবার একীভূত হলো শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে।
আরও পড়ুন: ‘চাকরি যাচ্ছে না পদ্মা ব্যাংকের কর্মীদের’
সমঝোতা স্মারক সই শেষে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক দুটি আজকে একীভূত হয়েছে। পদ্মা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। কারও চাকরি যাবে না।
এজে/দীপ্ত সংবাদ