৫২
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। বর্ণাঢ্য সেই আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের শীর্ষ নেতা।
রবিবার (৯ জুন) টানা তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন ৯ হাজারের বেশি দেশি–বিদেশি অতিথি।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বৈঠকে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।