আফগানিস্তানের বিপক্ষে বুধবার (১৪ জুন) মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তবে ইনজুরির সমস্যায় একাদশ তৈরিতে বেশ বিপাকে পড়েছে টাইগার বাহিনীরা।
পিঠের ব্যাথায় একাদশ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে একাদশে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে দেখা যাবে ইনজুরি থেকে ফেরা জাকির হাসানকে।
তামিমের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদে আলফে সানী বলেছেন, ‘তামিম কোমরে ব্যথা অনুভব করছে। তার ওই ব্যথা প্রায়ই ফিরে আসায় দুর্ভাগ্যবশত তার অবস্থার উন্নতি হয়নি। তাই টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না।‘
শঙ্কা রয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের খেলা নিয়েও। কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গে বলেন, ‘সে খেলতে প্রস্তুত আছে। তবে, টানা বোলিং করাটা তার জন্য কিছুটা দুশ্চিন্তার বিষয় হতে পারে।‘
এদিকে টাইগার কোচ হাথুরুসিংহে স্পোর্টিং উইকেটে তিন পেসার দলে খেলানোর ইঙ্গিত দিয়েছেন। তাই শেষ মুহুর্তে তাসকিন আহমেদ খেলতে না পারলে তার পরিবর্তে দলে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।
এর আগে আঙুলের ইনজুরির কারণে এই সিরিজ থেকে দলের বাইরে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
ইমাম/দীপ্ত নিউজ