মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আশা মনি ও উম্মে সুলতানা ঊষা নামে দুই বোন একসঙ্গে ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার( ৩ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির কন্যা।
জানা গেছে, বড় বোন আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শেষ করে জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি এবং ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮ তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করে, বতর্মানে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন অতিবাহিত করছিলেন।
অপরদিকে, উম্মে সুলতানা ঊষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি অধ্যায় শেষ করেন। এরপর ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি এবং ২০১৩ সাল সাভার মডেল কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাশ করেন।
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন।
আশা ও উষা জানান, ভবিষ্যতে বাবা–মায়ের সম্মান যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি সেজন্য সকলের দোয়া চাচ্ছি।
আশা ও ঊষার বাবা–মা জানান, আমাদের সন্তানরা আল্লাহর রহমতে আমাদেরসহ আত্মীয় স্বজন ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
এসএ/দীপ্ত নিউজ