২৪
আর একদিন পরই রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সবখানেই এখন নির্বাচনের আমেজ।
ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার–প্রচারণা। নির্বাচনী অপরাধ দমনে মাঠে রয়েছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ।
তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।
এসএ/দীপ্ত নিউজ