আমদানি অনুমতি দেওয়ার পর দাম কমলেও একদিন না যেতেই চট্টগ্রামে পাইকারি বাজার খাতুনগঞ্জে আবারো বেড়েছে পেঁয়াজের দাম।
সোমবার (০৮ ডিসেম্বর) প্রতি কেজি পেঁয়াজের দাম আগের দিনের তুলনায় ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন– ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে এসে পৌঁছায়নি, তাই দাম বেড়েছে। সোমবার খাতুনগঞ্জে দেশি পাবনা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৯৫–১০০ টাকায়। আগের দিন এর দাম ছিল ৮০–৯০ টাকা। ভাল জাতের রাজবাড়ী ও ফরিদপুর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।
একদিন আগে এর দাম ছিল ৯৫ টাকা। পাইকারী বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫০ এর উপরে চলে যাওয়ায়, শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
রুনা আনসারী