আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রিয়জনের টানে বাড়ি ছুটছে মানুষ। এবার ঈদ যাত্রায় পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
শুক্রবার (১৪ জুন) ২৪ ঘণ্টায় সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা ঈদ যাত্রায় একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড বলছে সেতু কর্তৃপক্ষ।
শনিবার (১৫ জুন) সকালে লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পারি দেয় পদ্মা সেতু। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি ব্যতিরেকে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে আয় ২ কোটি ৮লাখ ১৯হাজার ৩০০ টাকা।
উল্লেখ্য, এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৩ সালের ২৭ জুন। সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পারি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।
এসএ/দীপ্ত সংবাদ