ফেনীতে মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করবে জেলা বিএনপি। বিএনপির এ কর্মসূচির দিনে ফেনীতে ’শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা‘ করবে আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি‘ বলতে নারাজ।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৪টায় শহরের দাউদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হবে। রবিবার (১৬ জুলাই) সকালে কর্মসূচির বিষয়ে অবহিত করতে জেলা প্রশাসক সেলিম মাহমুদ–উল হাসান এবং পুলিশ প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছেন নেতারা।
কর্মসূচিতে সরকার দলীয়দের হামলার আশঙ্কা প্রকাশ করে আলাল উদ্দিন আরও বলেন, সরকার দলীয়দের এসব ছাড়া আর কোন পথ নেই। হামলা বা বাঁধা দিয়ে বিএনপির কর্মসূচি বানচাল করতে পারবে না। যত প্রকারের বাঁধা আসুক না কেন, কর্মসূচি বাস্তবায়নে আমরা অনড় থাকব।
সরকার দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাটি ফেনী পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পরে সেখানে পথসভা করবে সরকার দলীয়রা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ বলেন, বিএনপি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা করব।
পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীতে একই এলাকায় মতাসীন দল ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ