অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর নিজেই জানালেন গত ২০ ঘণ্টার ঘটনা। নিজের পোস্টের শেষে মুশফিক আর ফারহানকে ম্যানশন দেন তিশা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করলেন।
তিনি লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তিনি জানান, এমন কাজটি কোনও অবস্থাতেই তিনি করবেন না।
তার ভাষ্য, ‘আমার বাবা গত দুইবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যেকোনও মানুষের জন্যই জীবনে নেব না।’
ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করে দেন অভিনেত্রী। বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’
এর আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন— এমন গুঞ্জন বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত থেকে ছড়িয়ে পড়ে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান জানান, অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় , তারপর স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
তবে গতকাল রাত থেকেই গুঞ্জন ওঠে, এক সহ অভিনেতার সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। আর সে কারনেই তিশা ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করছেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ