সারাদেশের মতো ফেনীতেও এইচএসসি ও আলিম পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পরীক্ষায় প্রথম দিনে ফেনীর ২৫টি কেন্দ্রে ১৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন। অনুপস্থিত পরীক্ষার্থীর মাঝে এইচএসসিতে ১৩২ জন, আলিমে ৫১ জন ও ভোকেশনালে ২ জন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর ফেনীর ২৫টি পরীক্ষা কেন্দ্রে ১১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। কিন্তুু পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৩০১ জন। অনুপস্থিত ছিলেন ১৮৫ জন।
এইচএসসিতে প্রথম দিনের বাংলা পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৯৩৯৬ জনের মাঝে পরীক্ষায় অংশ নেয় ৯২৬৪। আলিমে প্রথম দিনের কুরআন মজিদে জেলার ৭টি কেন্দ্রে ১৭৩৯ জনের মাঝে অংশ নেয় ১৬৮৮ জন। এছাড়াও ভোকেশনালে ৩টি কেন্দ্রে বাংলা–২ এর পরীক্ষায় ৩৫১ জন পরীক্ষার্থীর মাঝে ৩৪৯ জন অংশ নেয়।
ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিফাত বিনতে আরা বলেন, কোন প্রকারের সমস্যা ছাড়াই ফেনীর ২৫টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মামুন / আল/ দীপ্ত সংবাদ