বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হবে। দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।

গত সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এই তথ্য নিশ্চিত করা হয়।

ফল জানা যাবে যেভাবে:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫এর ফলাফল নিম্নলিখিত পদ্ধতিতে জানা যাবে:

. অনলাইনের মাধ্যমে:

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘Result’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN (Educational Institute Identification Number)-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

. এসএমএস (SMS) এর মাধ্যমে:
নির্ধারিত শর্ট কোড ১৬২২২এ এসএমএস করে ফল পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ এরপর মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ (ঢাকা বোর্ডের জন্য): HSC DHA 123456 2025 সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More