ফেনীতে এইচএসসিতে পরীক্ষায় ফলাফলে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও দরবেশের হাট পাবলিক কলেজ শতভাগ পাশ করেছে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যমতে, শতভাগ ফলাফলে কুমিল্লা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ–৫ পেয়েছে।
এদিকে ফেনী জেলায় শতভাগ পাশ করেছে দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। পাশের হার শতভাগ। জিপিএ–৫ পেয়েছে চারজন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই ফলাফলের জন্য আমি সকল পরীক্ষার্থী, অভিভাবকগণ ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।
দরবেশের হাট পাবলিক কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট এম. শাহজাহান সাজু বলেন, ধারাবাহিক ভালো ফলাফলে শিক্ষক–শিক্ষার্থী পরিচালনা পর্ষদ সবাই খুশি। ভবিষ্যতেও যেন কলেজের ভালো ফলাফল ধরে রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে।
প্রসঙ্গত: ফেনী জেলার ৬টি উপজেলা থেকে ১০ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে মোট ৬ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৭৯২ জন। জিপিএ–৫ পেয়েছে ৩২৭ জন, পাশের হার ৬৪.৬৮%।
আবদুল্লাহ –মামুন/ আল / দীপ্ত সংবাদ