এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে বরগুনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন– কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৭) এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নাজনীন (১৮)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ রাজা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর পেয়ে রাতে তিনি কীটনাশক পান করেন।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে আমতলী উপজেলার মৃত বশির মৃধার মেয়ে ও বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নাজনীন গলায় ফাঁস দেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুটি ঘটনাতেই অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরীক্ষার ফল নিয়ে হতাশ না হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।