‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’–এর পর্দা নামছে অপূর্ব–তটিনী অভিনীত ‘পথে হলো দেরী’ নাটকের মাধ্যমে।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে জাকারিয়া সৌখিন নির্মিত নাটকটি উন্মুক্ত হচ্ছে। এরইমধ্যে টিজার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে নাটকটির প্রতি দর্শক আগ্রহ বেড়েছে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’–এর তৃতীয় ও শেষ কাজ হিসেবে ‘পথে হলো দেরী’ মুক্তি পাচ্ছে। নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের শেষটা হবে আরও চমকপ্রদ। কারণ, টিজার ও ট্রেলারের সুবাদে এরইমধ্যে প্রশংসায় ভাসছেন অপূর্ব ও সংশ্লিষ্টরা।
বেশিরভাগ দর্শকই মনে করছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হতে যাচ্ছে এই নাটকটির মাধ্যমে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।
টিজার ও ট্রেলার থেকে প্রশংসা পেয়ে অপূর্ব বললেন, ‘কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে আমরা শুটিং করেছি। এখানে শুটিং করতে আমাদের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে। তবেই আমাদের শ্রম সার্থক হবে।’
এদিকে নাটকটির নির্মাতা ও নাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি আসলে এই কাজটির মাধ্যমে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। পুরো ইউনিট মিলে অসম্ভব কষ্ট করে এই কাজটি করেছি। আশা করছি কাজটি দেখে ভালো লাগবে সবার।’
নির্মাতা জানান, গল্পের দাবিতে নাটকটির জন্য দুটি নতুন গান তৈরি করেছেন তিনি। লিখেছেন সোমেশ্বর অলি।
এসএ/দীপ্ত নিউজ