লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজদের ছাড়াই উরুগুয়েকে ১–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখলো স্ক্যালোনির শিষ্যরা।
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় উরুগুয়ে; এর দুটি ছিল লক্ষ্যে।
অন্যদিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। যেখানে ৬৮ মিনিটে ডেডলক ভাঙে আলবিসেলেস্তারা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে দলকে এগিয়ে দেন তিয়াগো আলমাদা। লাল কার্ড ইস্যূতে আর্জেন্টিনা দশ জনের দলে পরিনত হলেও ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি উরুগুয়ে। আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষেই।