উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতলো স্পেন। আর বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে আবারও হতাশ হতে হলো ক্রোয়েশিয়াকে। রবিবার (১৮জুন) রাতে ফাইনালে টাইব্রেকারে ক্রোয়াটদের ৫–৪ গোলে হারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর নেদারল্যান্ডসকে হারিয়ে আবারও তৃতীয় হয়েছে ইতালি।
১১ বছর পর আবারও শিরোপা উল্লাসে মেতে ওঠলো লা রোজা–রা। ২০০৮, ১০ আর ১২ তে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করা দলটি যেন নিজেদের ফিরে পেলো আবারো।
নেদারল্যান্ডসের রটারডমে, ফাইনালের শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা। স্পেন বেশ কয়েকটি সুযোগ পায় এগিয়ে যাওয়ার। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় জালের ঠিকানা পাওয়া হয়নি। ক্রোয়াটদের চেহারাও ছিল একই রকম। ইভান পেরিসিচ, লুকা মড্রিচদের হতাশ করেছেন উনাই সিমোন আর স্পেন রক্ষণ।
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়েও গোলশূণ্যই থাকে স্কোরলাইন। তাতে ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও হলো শ্বাসরুদ্ধকর লড়াই। ৬টি করে শট নিয়েছে দুই দল। লভরো মায়ের আর ব্রুনো পেত্রোভিচের শট রুখে দিয়ে ম্যাচের নায়ক স্পেন গোলরক্ষক উনাই সিমোন। দুই ডাইভেই ২০১২ সালের পর প্রথম কোনো শিরোপা এনে দেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
২০১২ সালের পর এটি স্পেনের প্রথম শিরোপা। আর কোচের দায়িত্ব নেয়ার মাত্র চতুর্থ ম্যাচেই শিরোপা জয়ের নজির গড়লেন লুইস দে লা ফুয়েন্তে।
অন্যদিকে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপে শিরোপা স্বপ্নভঙ্গের পর আবারো হতাশ হতে হলো ক্রোয়েশিয়ার।
আল /দীপ্ত সংবাদ