উপনির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি বলে দাবি করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন- বর্তমান সরকারের অধীন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই, মানুষ ভোট বর্জন করেছে।
চার দিনের পদযাত্রার শেষ দিন বুধবার দুপুর থেকে রাজধানীর কমলাপুরে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঘোষিত ”দশ দফা” দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে দলটি।
এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, সরকারের অব্যবস্থাপনার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের কোনো আস্থা নেই বলে দাবি করে বিএনপি।
সমাবেশের পর, কমলাপুর থেকে খিলগাঁও হয়ে মালিবাগ বাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এসময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।