বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার (২৪ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু আমাদের আগে জানানো হয়নি। তবে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানানো হয়েছে এতে। আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে।
‘আমরা বিচারের পক্ষে। তবে স্বাধীন বিচার ব্যবস্থা চাই আমরা। যেই বিচারগুলো বাকি থাকবে, বিএনপি ক্ষমতায় আসলেও বিচার চলবে’, যোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।
নির্বাচন যত বিলম্ব হবে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।