২৯
ছাত্র–জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এনজিও এবং চট্টগ্রাম অঞ্চল আধিক্য পাচ্ছে। এখান থেকে সরে এসে বৈষম্যহীন যোগ্যলোকদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি জানান তারা।
সুপ্তি/ দীপ্ত সংবাদ