‘আমি গরীব মানুষ, ভালো চোখে দেখি না। চিকিৎসা ও ওষুধদের জন্য যে অর্থের দরকার তা আমার সাধ্যের বাইরে। বিষয়টি জানতে পেরে চাহিদা অনুযায়ী আমাকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা। অনেক উপকারই হইল, চোখের চিকিৎসা করিয়ে ওষুধও কিনতে পারব এখন।‘
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও)।
সংগঠনটির কাছ থেকে চোখের চিকিৎসার জন্য ও ওষুধ সামগ্রী কিনতে আর্থিক সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে কথাগুলো বলছিলেন স্থানীয় বৃদ্ধ আবদুল হাকিম।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন মাহমুদ সুমন। সভাপতিত্ব করেন জেএসডিও এর সাবেক সাধারণ সম্পাদক বিএসসি মো. নাসির উদ্দীন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।
এ বিষয় কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার (কেএসডিও) সভাপতি এজেডএম শিমুল বলেন, আমরা কেএসডিও সংগঠনকে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের আর্থিক ভরসার বাতিঘরে রুপান্তরিত করতে চাই। মানবতার সেবা করে আমরা বেশ আনন্দ পাই। এটা অন্যরকম এক আনন্দ, যা সবার ভাগ্যে হয়তো থাকেনা। প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ আমাদের পাশে থাকলে এই সেবামূলক কাজ করতে আমরা আরও উৎসাহ পাব। ইনশাআল্লাহ আমাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাই আমাদের কেএসডিও পরিবারের জন্য দোয়া করবেন।
শাহ্ আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ