নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তর দিকের ব্রীজ সংলগ্ন উন্মুক্ত স্থানে পোল্ট্রি মুরগির উচ্ছিষ্ট অংশ রাখায় নষ্ট হচ্ছে পরিবেশ।
প্রতিনিয়তই এই ময়লার ভাগাড়ের পরিধি বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পশু পাখির মাধ্যমে উচ্ছিষ্ট অংশগুলো একস্থান থেকে অন্য স্থানে যাওয়ায় রোগবালাই ছড়িয়ে পড়ছে চারপাশে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীনগরে কালীবাড়ি হাটে মুরগি বিক্রির উচ্ছিষ্ট রাখার কোন নির্দিষ্ট স্থান নেই। ফলে ব্যবস্থায়ীরা রেলওয়ে স্টেশনের ব্রীজ সংলগ্ন উন্মুক্ত স্থানটিকে ময়লা রাখার ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন।
পথচারী রফিকুল বলেন, এই স্থানে আসলেই দম বন্ধ হয়ে আসে। নিংসন্দেহে এই ভাগার চরম ভাবে নষ্ট করছে পরিবেশ। প্রতিদিনই অর্ধশতাধিক ট্রেনের যাত্রীদেরও এই দুর্গন্ধকে হজম করতে হচ্ছে।
ব্যবসায়ী আসলাম হোসেন জানান, প্রতিবছর সরকার কালীবাড়ি বাজার থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও বাজারের অবকাঠামোগত কোন উন্নয়ন নেই। ময়লা–আর্বজনা রাখার নির্দিষ্ট স্থান এখন পর্যন্ত কেউ করতে পারেনি তাই বাধ্য হয়েই মুরগিসহ বাজারের অন্যান্য উচ্ছিষ্ট রেললাইনের পাশে ফেলছি।
উপজেলা কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন ডাস্টবিন তৈরির জন্য জায়গা না পাওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে একটি জায়গা খুজে দেখতে বলেছি।
রউফ রিপন/এসএ/দীপ্ত নিউজ