উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা না করে, দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের বিশেষ সভায় এ নির্দেশনা দেন সরকারপ্রধান। প্রকল্প গ্রহণের আগে অর্থের উৎস নিশ্চিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
৮ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ণ সভা। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সভাকক্ষে ওই সভায় যোগ দেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবরা।
স্বাধীন বাংলাদেশে পরিকল্পনা কমিশনের তৃতীয় সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের নেয়া প্রকল্প বাছাই এবং প্রকল্প বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত হয়। প্রকল্প বাছাইয়ে সতর্ক থাকতে পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান জানান, ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের নতুন যাত্রায় সুবিধা এবং অসুবিধাগুলো মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প পরিচালক নিয়োগে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প গ্রহণ করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আল / দীপ্ত সংবাদ