নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ফাটল। আত্রাইয়ের শাহাগোলায় প্রায় দেড়শ ফুট জায়গা দেবে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে। তবে, তা অস্বীকার করেছে সড়ক ও জনপথ বিভাগ।
এমন দশা নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা এলাকার। সড়কের অর্ধেক অংশই দেবে গেছে। অথচ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ এখনও শেষ হয়নি। এতে ব্যহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, মাটি সরে যাওয়ায় সড়কটির এ অবস্থা। সাড়ে ৪৮ কিলোমিটারের নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাজ চলছে দুই ধাপে। পুরো কাজ শেষ হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে যাতায়াতের সময় বাঁচবে প্রায় ১ থেকে দেড় ঘণ্টা।