পিরোজপুরে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা উদীচীর আয়োজনে টাউন ক্লাব মিলনায়তনে পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আহবায় খালিদ আবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জণ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি বিশ্বনাথ দাস, সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সদস্য শংঙ্কর সাওজাল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক সত্যজিত দাস তঙ্কু, সদস্য সচিব আতিকুল ইসলাম হিরা।
সভায় বক্তারা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী নির্যাতিত নিপিড়িত মানুষের কথা বলে। ৭১ এ মুক্তিযুদ্ধে উদীচী শিল্পীগোষ্ঠী সরাসরি অংশ গ্রহণ করেছিলো। স্বাধীনতার গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকাশিত করেছিলো। সভ্যতা সংস্কৃতি ও জাতির উন্নয়তে উদীচী শিল্পীগোষ্ঠী অতীতের ন্যয় আগামীতেও ভুমিকা পালন করবে।
কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ