মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ২ রেলওয়ে কর্মকর্তা বরখাস্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিলেট জেলায় উদয়ন এক্সপ্রেসট্রেন লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে ২জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেট, মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।

এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটে। এ ঘটনায় রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার নির্দেশে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে গঠিত তদন্ত কমিটি সদস্যরা হলেন— বিভাগীয় পরিবহন কর্মকর্তা, ঢাকা, বিভাগীয় প্রকৌশলী, ঢাকা, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (লোকো), ঢাকা, বিভাগীয় সিগন্যাল ইঞ্জিনিয়ার, ঢাকা।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার স্যারের নির্দেশে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, একটি কমিটি হয়েছে ৪ সদস্য বিশিষ্ট। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More