উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় দানা আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।
ঘূর্ণিঝড়টি মধ্যরাত নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সন্ধ্যার পরও বিভিন্ন স্থানে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে প্রচন্ড বেগে বাতাস বইছে। ঘূর্নিঝড়টি উপকূল অতিক্রমের সময় পটুয়াখালী সহ দেশের ১৪ জেলার চর ও দ্বীপ সমূের নিম্নাঞ্চল ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতর বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় দানার প্রভাবে দুপুরের পর মির্জাগঞ্জ ইউনিয়নের দেউলি গ্রামের ৭ টি বসত ঘর পুরোপুরি বিধ্বস্ত হয় এবং তিনজন গুরুতর আহত হয়।
এছাড়া কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের ১০ টি বসতঘর আংশিক বিধ্বস্থ হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।
আল/ দীপ্ত সংবাদ