রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বৃহস্পতিবার (৭মার্চ) দিবাগত রাত ১২টা দিকে উত্তরা ১১ ও ১২ সেক্টরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) , মাহমুদুল হাসান (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরার ১১ ও ১২ সেক্টর হিযবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্যরা বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় “মার্চ ফর খিলাফা” নামক একটি সমাবেশ করার গোপন পরিকল্পনা করেছে।
সিটিটিসি এই গোপন পরিকল্পনা জানার পর অভিজান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।
সিটিটিসি–সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং তাদের কাছ থেকে জব্দকরা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।
ইএ/দীপ্ত নিউজ