৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার সকালে উত্তরা ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের অতীত এবং বর্তমান সক্রিয় সদস্যদের জন্য একটি ‘সদস্য স্বীকৃতি প্রোগ্রাম’ আয়োজন করেছে। মানবজাতি ও সমাজকল্যাণের জন্য কাজ করা ক্লাবটি গত পাঁচ বছর ধরে (২০১৭ সাল থেকে) সুনামের সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আখতার কিরণ ‘মেম্বার রিকগনিশন প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ জলবায়ু ও পরিবেশ কর্মী আরুবা ফারুক।
জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা; উত্তরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং উপদেষ্টা, ভর্তি ও প্রচার, আবিদ আজিজ সহ রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।