সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।
নিহতদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে।
কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট বলেন, আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।
এসএ/দীপ্ত সংবাদ