রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার (২১ জুলাই) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
দেশের বাইরের বাংলাদেশ মিশনসমূহেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া নিহত ও আহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা, গির্জা ও প্যাগোডায় ধর্মীয় রীতিতে প্রার্থনা করা হবে।
সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন হতাহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।