শীতে কাঁপছে উত্তরাঞ্চল। চুয়াডাঙ্গায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমতে থাকায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও দরিদ্র মানুষজন। আজ সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
রবিবার (১৭ ডিসেম্বর) আবারও কমছে নওগাঁর তাপমাত্রা। নিরুত্তাপ সূর্যের কিছুটা দেখা মিললেও কনকনে ঠান্ডায় নাজেহাল মানুষ। আজ সর্বনিম্ম তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরে ঘন কুয়াশায় ভোরের দিকে হেড লাইড জ্বালিয়ে চলাচল করছে ছোট বড় যান। রাস্তার মোড়ে মোড়ে শীতের সকালে পিঠা পুলির দোকানগুলিতে ভীর করছেন সাধারন মানুষ। আজ সর্বনিম্ম ১১.০০ ডিগ্রী সেলসিয়াস।
এসএ/দীপ্ত নিউজ