দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ জেলা জুড়ে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পাশাপাশি ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন। কুয়শার কারণে আলু, সরিষা ও ভুট্টা আবাদে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
প্রায় একই অবস্থা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এখানে সকালে তাপমাত্রা পরিমাপ করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া নওগাঁয় ৭ দশমিক ৪।
দক্ষিণের জেলা পটুয়াখালীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দুই–এক দিনের মধ্যে ফের হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পটুয়াখালীর আবহাওয়া অফিস।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
এসএ/দীপ্ত নিউজ