সকালের এক কাপ কফি আপনার শরীরকে যেমন তরতাজা করে, তেমনি ত্বকের ওপরও দুর্দান্ত কাজ করে। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকি কফির তৈরি মাস্ক ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে।
আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে পারেন কফির ফেসপ্যাক:
• ২ চামচ কফি পাউডার, ১ চা চামচ মধু ও ১ চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। ব্যস এতেই তৈরি হয়ে গেলো কফির ফেসপ্যাক। এই ফেসপ্যাকটি ত্বক মসৃন করতে অনেক কার্যকরী।
• ১ চামচ কফি পাউডার এর সাথে ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বক ফর্সা করতে সাহায্য করবে।
• এছাড়া ত্বকে রোদের কালো ভাব দূর করতে ১ চামচ টক দই, ১ চামচ কফি পাউডার এবং সাথে এক চামচ হলুদের পেস্ট মিশিয়ে পুরো মুখে মেখে রাখুন ২০ মিনিট। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
নিয়মিত কফির ফেসপ্যাক ব্যবহারে আপনি আপনার পরিবর্তন লক্ষণ করতে পারবেন । কফির ফেসপ্যাক ব্যবহারের পর আপনার ত্বক অবশ্যই ময়েশ্চারাইজ করে নিবেন। ফেসপ্যাক ব্যবহারের পর রোদে অথবা ধুলাবালিতে যাবেন না।
যূঁথী/দীপ্ত