বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে উগান্ডা থেকে ১১ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উগান্ডাসহ এখন পর্যন্ত বিদেশি ১৪টি পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বরের স্থলে সময় বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এই সময়ে আবেদন করতে পারবে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, ইতালি, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, ব্রিটেন, ফ্রাঞ্চ, জাপান, সুইডেন, ভারত থেকে ১ জন করে এবং জার্মানি থেকে ২ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন, ব্রিটিশ হাইকমিশন থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে ২ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন ও সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জনসহ সবমিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা ইসিকে জানিয়েছে।
তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়ন ফরম বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ