ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে আবারও রাজত্ব করেছেন স্পিনাররা। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ২০০ পার করে বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সাইফ হাসান এবং সৌম্য সরকার বেশিক্ষণ টেকেনি। দলের ২২ রানের মাথায় ১৬ বলে ৬ রান করে বিদায় নেন সাইফ।
তিনে নামেন তাওহিদ হৃদয়। এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন টিকে থাকা ওপেনার সৌম্য সরকার। হৃদয় ১৯ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন। চারে নেমেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২১ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। আগের ম্যাচে অভিষেকে উজ্জ্বল মাহিদুল ইসলাম অঙ্কনও আউট হয়েছেন ২০ রানের আগে। ৩৫ বলে ১৭ রান করে দলীয় ৯৬ রানের মাথাতে সাজঘরে ফিরেছেন অঙ্কন।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা সৌম্য ফিফটির খুব কাছে চলে যান। তবে ফিফটির দ্বারপ্রান্তে থাকা অবস্থাতেই নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে এসেছেন সৌম্য সরকার। ৮৯ বলে ৪৫ রান করে দলের ১০৩ রানের মাথায় বিদায় নেন সৌম্য।
শেষ দিকে টিকে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ধীর ব্যাটিংয়ে এগিয়েছেন মিরাজ। ৭ নম্বরে নেমে ২৬ বলে ১৪ রান করে আউট হয়েছেন নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান পরিস্থিতি দাবি মিটিয়ে রান তুলেছেন। ইনিংস অত লম্বা করতে পারেননি যদিও। ২৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেছেন সোহান।
শেষ বেলায় আবারও ঝড় তুলেছিলেন রিশাদ হোসেন। ৩টি করে চার এবং ছক্কায় ১৪ বলে ৩৯* রানের ক্যামিও খেলেন রিশাদ। মিরাজ ৫৮ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন গুডাকেশ মোটি। ২টি করে উইকেট তোলেন আকিল হোসেইন এবং আলিক আথানাজে।