মাগুরায় ঈদ পরবর্তী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। যাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (৫ জুলাই) সকাল পর্যন্ত মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছে পাঁচজন।
আক্রান্ত সকলেই পুরুষ। যাদের অধিকাংশই ঈদের ছুটিতে ঢাকা থেকে মাগুরায় এসেছিলেন। ইতোমধ্যে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য করা হয়েছে আলাদা ওয়ার্ড।
আরএমও ডা. বিকাশ কুমার শিকদার জানিয়েছেন, ‘মাগুরাতে তুলনামূলকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম‘।
তিনি বলেন, ‘ডেঙ্গু রোগীদের সেবা দিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের সংখ্যা বাড়লেও সেবা দিতে কোনো প্রকার অসুবিধা হবে না। তবে আক্রান্তের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সে জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান‘।
মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ