ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা মাঠপাড়ায় ৩ দিনব্যাপী মাদক বিরোধী সচেতনতামূলক মেলার অংশ হিসাবে প্রথমদিন এই লাঠি খেলার আয়োজন করে স্থানীয়রা।
সীমান্ত চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধীতা সচেতনতার অংশ হিসেবে প্রতিবছর তলুইগাছা গ্রামের মাঠপাড়ায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে লাঠি খেলা, ২য় দিনে জারি গান এবং ৩য় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হবে।
শনিবারে অনুষ্ঠিত লাঠিখেলায় অংশ নেন সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামের কামরুল ইসলামের দল ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আকবর আলীর দল। দুটি দলের মোট ১৭ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। পবিত্র ঈদ উপলক্ষ্যে এ খেলা দেখতে বাঁশদহা , কুশখালি ও কেড়াগাছি ইউনিয়নের হাজারো নারী পুরুষ ভিড় জমায়। খেলায় অংশগ্রহণকারি দু’দলকে ১০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে চলে আসছে এই লাঠিখেলা। আগে অনেক জমজমাট হতো। কিন্তু কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে বিনোদনের উৎস্য এই খেলাটি। করোনাকাল ছাড়াও বেশ কয়েকবছর যাবত বন্ধ থাকার পর পুনরায় তা চালু করা হয়েছে। আপামর জনগন এই খেলা চালু হওয়ায় খুশীতে মেতে উঠেছেন।
আয়োজক কমিটির সদস্য মোঃ শাজাহান আলী বলেন,হারিয়ে যাওয়া লাঠিখেলা ফরিয়ে আনতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যূথী/দীপ্ত সংবাদ