সরকারের নির্যাতনে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার (১০ এপ্রিল) রাজধানীর কাফরুল থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।
রিজবী বলেন, আর একদিন পর ঈদ। অথচ বাংলাদেশের ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য জনগণের কাছে অধরা থেকে গেলেও, সরকারের ঘনিষ্টরা লুটপাট করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না, সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ, তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।