ঈদকে সামনে রেখে যানজট নিরসনের জন্য খুলে দেয়া হলো সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার। শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন।
পরে এই ফ্লাইওভার দিয়ে যানচলাচল শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ–সচিব তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জের সহকারী পুলিশসুপার আদনান হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ।
আগামী ২৯ জুন পবিত্র ঈদ–উল–আযহা। তাই এবার ঈদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ভোগান্তির কারণ হতে পারে এমন আশঙ্কায় খুলে দেয়া হলো নলকা ফ্লাইওভার। যাতে করে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষ স্বস্তি নিয়ে
বাড়ি ফিরতে পারে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭–১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এ সংখ্যা দাঁড়ায় ৩০–৪০ হাজারে। ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানযটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
তাই এই ভোগান্তি এড়াতে নলকা ফ্লাইওভার খুলে দেয়া হলো।
সিরাজুল ইসলামআফ/দীপ্ত নিউজ