আসন্ন ঈদুল আজহা‘র আগেই বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার (২৪ মে) পিকেএসএফ ভবনে আয়োজিত ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম‘ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
গভর্নর বলেন, “ঈদের আগে বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ছাড়া হবে। তবে এই টাকায় থাকবে না কোনো ব্যক্তির ছবি।”
তিনি আরও বলেন, নতুন নোটে থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী স্থাপনার ছবি।
টাঁকশাল জানিয়েছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরে ৫০ ও ১০০০ টাকার নোট বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।
টাঁকশাল আরও জানায়, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। একসঙ্গে ৩টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাঁকশালের। তাই প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপানো হচ্ছে।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারেক।
এসএ