সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ ২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে । সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর ববঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিনেমাটির মোশন পোস্টার মোশন পোস্টার ও টিজার প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক দীপঙ্কর দীপন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং সুনেরা বিনতে কামালসহ এর অন্য শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘চলচ্চিত্র সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। চলচ্চিত্রের মাধ্যমে আমরা একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে পারি। যেখানে আমরা সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারব। সে ক্ষেত্রে ‘অন্তর্জাল’ অন্যতম ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা দীপন বলেন, ‘একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে ‘অন্তর্জাল’-এ। এটা সবার ছবি। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারেন, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। এরই মধ্যে আমাদের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের এপ্রিলে ঈদুল ফিতরে ‘অন্তর্জাল’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নায়িকা বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল, রওনাক হাসান, মাশরুর ইনান, জোসেফ কিম প্রমুখ।
এতে মিমকে দেখা যাবে নিশাত নামের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট চরিত্রে। সিয়াম একজন তরুণ প্রোগ্রামার, সুনেরাহ রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং মাশরুর ইনান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই তিন তরুণের গল্প আর বাংলাদেশের একটি সাইবার আক্রমণ প্রতিরোধের যুদ্ধ নিয়ে চলচ্চিত্রটির প্লট এগিয়েছে বলে জানান নির্মাতা।
‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।